টাঙ্গাইলের ৪৮ রোগী পেলেন ২৪ লাখ টাকার চেক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১২ মার্চ ২০২২
টাঙ্গাইলের ৪৮ রোগীর মধ্যে অনুদানের চেক বিতরণ

টাঙ্গাইলের ৪৮ রোগীর মধ্যে ২৪ লাখ টাকার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) সদর উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে এই চেক বিতরণ করা হয়।

এসময় ৪৮ জন ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ২৪ লাখ টাকার অনুদানের চেক দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। টাঙ্গাইল সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্জাহান আনছারী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন।

আরিফ উর রহমান টগর/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।