বাগেরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৩ মার্চ ২০২২
প্রতীকী ছবি

বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে ওমর ফারুক নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ মার্চ) দুপুরে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ওমর ফারুক উপজেলার রাজাপুর গ্রামের রেজাউল কবির-পারভিন বেগম দম্পতির ছেলে।

সাউথখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার আলামিন খান জানান, শিশুটির বাবা-মা জীবিকার কাজে চট্টগ্রাম থাকেন। এক সপ্তাহ আগে সেখান থেকে খালাতো বোন হাফিজার সঙ্গে উত্তর সাউথখালী গ্রামে মামা কবির মৃধার বাড়িতে বেড়াতে আসে শিশু ওমর। আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সবার অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় শিশুটি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, শিশুটির মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পরিবারের কাছে মরদহে হস্থান্তর করা হবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।