বাড়ি ফেরার পথে আ’লীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা
ঝিনাইদহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল হোসেন (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১৩ মার্চ) বিকেল ৩টার দিকে সদর উপজেলার খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সালামত মণ্ডলের ছেলে। আবুল হোসেন স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে জড়িত।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে শহর থেকে বাড়ি ফিরছিলেন আবুল হোসেন। সে সময় খাজুরা পশ্চিম পাড়ার ছাদেক মোড়ে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের ছেলে শাহীন জানান, প্রতিপক্ষের লোকজন আমার বাবাকে হত্যা করেছে। ঘটনাস্থলে তিনজন থাকলেও কাউকে চেনা যায়নি। আমি হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তবে, থানায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জিকেএস