কৃষক সেজে আসামির সঙ্গে ক্ষেতে কাজ করলো পুলিশ, পরে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৩ মার্চ ২০২২
গ্রেফতার আলমগীর হোসেন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষক সেজে মো. আলমগীর হোসেন (৪০) নামের হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ মার্চ) দুপুরে চরএলাহী ইউনিয়নের বিচ্ছিন্ন চরবালুয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলমগীর হোসেন চরএলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরবালুয়া গ্রামের ছাবের মাঝির ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেছেন।

jagonews24

২০২০ সালের ৯ ফেব্রুয়ারি চরবালুয়ার সৌরভ হোসেন নামের একজনকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা করা হয় (নম্বর ৫)। ওই মামলার আসামি আলমগীর হোসেন। মামলার পর আসামিরা পালিয়ে যান।

ওসি সাজ্জাদ রোমন জানান, গোপন সংবাদ ছিল আসামি আলমগীর হোসেন চরবালুয়ায় একটি ধানের ক্ষেতে কাজ করছেন। তাকে ধরতে কৃষকের ছদ্মবেশ ধারণ করেন উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম, রেজাউল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইউসুফ, শরীফ ও গনেশ। সকাল থেকে তারা আসামির সঙ্গে একই ক্ষেতে কাজ করেন। পরে দুপুর ১২টার দিকে তারা নিশ্চিত হয়ে আসামিকে গ্রেফতার করেন।

সোমবার (১৪ মার্চ) আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।