ফরিদপুরে বাসচাপায় দুই পথচারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:০৯ এএম, ১৪ মার্চ ২০২২
প্রতীকী ছবি

ফরিদপুর সদরের করিমপুরে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে নিহত দুই পথচারীর পরিচয় জানা যায়নি।

রোববার (১৩ মার্চ) সন্ধ্যার পরে করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, মেহেরপুর থেকে চট্টগ্রামগামী জে আর পরিবহন নামের একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে, নিহতের নামপরিচয় জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে কাজ করছে পুলিশ।

এন কে বি নয়ন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।