টাঙ্গাইলে স্কুলছাত্রী ধর্ষণ-হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৪ মার্চ ২০২২
দণ্ডপ্রাপ্ত মো. মাজেদুর রহমান

টাঙ্গাইলে স্কুলছাত্রী ধর্ষণের পর হত্যার দায়ে মো. মাজেদুর রহমান (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৪ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। মাজেদুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আদালত পরিদর্শক তানভীর আহমেদ মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ৯ অক্টোবর বিকেলে মিরপুর মধ্যপাড়া গ্রামের মাজেদুর ১২ বছরের ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনা জানাজানির ভয়ে মাজেদুর মেয়েটিকে গলা টিপে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে। পরে পাশের একটি ঝোপে মরদেহ লতাপাতা দিয়ে ঢেকে দেন।

এ ঘটনায় ওই শিশুর বড় ভাই সানি আলম বাদী হয়ে মাজেদুরকে আসামি করে মামলা করেন। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে নিজের দোষ স্বীকার করেন তিনি।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আহম্মেদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দেন। মামলায় দশজন সাক্ষ্য দেন।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।