নিরাময় কেন্দ্রে নেওয়ার পর ‘মাদকাসক্ত’ যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:২১ পিএম, ১৪ মার্চ ২০২২
সবুজ আহমেদ

নাটোর শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করার দুই ঘণ্টা পর সবুজ আহমেদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সবুজ আহমেদ শহরের ভবানীগঞ্জ মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে।

মাদক নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সবুজ অতিরিক্ত মদপান করে অসুস্থ অবস্থায় নিরাময় কেন্দ্রে আসেন। তার অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নেওয়া হয়।’

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে মাদকাসক্ত অবস্থায় সবুজকে শহরের হরিশপুর এলাকায় ‘নাটোর রিহ্যাব সেন্টার’ নামে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। অতিরিক্ত বা বিষাক্ত মাদকদ্রব্য সেবনের ফলে বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে কিভাবে যুবকের মৃত্যু হয়েছে তা জানার জন্য অধিকতর তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।