টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি টিউবওয়েল থেকে পানির সঙ্গে অনবরত বের হচ্ছে গ্যাস। গত দুদিন ধরে দাউ দাউ করে জ্বলছে আগুন।
রোববার (১৩ মার্চ) বিকেল থেকে উপজেলার চর এলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরযাত্রা গ্রামে এ ঘটনা ঘটে।
চর এলাহী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার কামাল উদ্দিন জানান, কয়েক বছর আগে গৃহস্থালি কাজের জন্য এ টিউবওয়েল বসানো হয়। তবে দীর্ঘদিন এ টিউবওয়েল ব্যবহার হয়নি। রোববার বিকেল থেকে ওই টিউবওয়েল থেকে অনবরত পানি বের হতে দেখা যায়। উৎসুক লোকজন আগুন দিলে দাউ দাউ করে জ্বলতে থাকে। এ দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, ভূগর্ভ থেকে টিউবওয়েলের মধ্য দিয়ে পানি-গ্যাস বের হওয়ার বিষয়টি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা পর মূল বিষয় সম্পর্কে জানা যাবে।
এর আগে কোম্পানীগঞ্জের শাহজাদপুর গ্রামে গ্যাসকূপের সন্ধান পায় বাপেক্স। শাহজাদপুর-সুন্দলপুর গ্যাসক্ষেত্রটি ২০১৩ সালের ৮ জানুয়ারি প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। ২০১২ সালের ১৭ মার্চ এ গ্যাস ক্ষেত্রের উৎপাদন শুরু হয়। এখান থেকে দৈনিক গড়ে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম