গাজীপুরে ডাকাতির মালামালসহ গ্রেফতার ৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৪ মার্চ ২০২২
পুলিশের হাতে গ্রেফতার ডাকাতদলের সদস্যরা

গাজীপুরের পুবাইলে ডাকাতির ঘটনায় জব্দ মালামালসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ মার্চ) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ, দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হচ্ছে রবি দাস (৪৫), ফারুক (৩৫), ইমন উদ্দিন (২৯), চন্দন চন্দ্র দাস (৩৬), হাবিবুর (৪৮), রিনা আক্তার (৫০), শিল্প আক্তার (৩০), নার্গিস আক্তার (২৫) ও জসিম উদ্দিন (৪৫)।

মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, ২৬ ফেব্রুয়ারি গাজীপুর মহানগরীর পুবাইলের ছিকোলিয়া এলাকায় বাদল দাশের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এর দুদিন পর তালোটিয়ার মজিবুর রহমান ও চলতি মাসের ৭ তারিখে হারাধন চন্দ্র শীলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে লুণ্ঠন করা হয় স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ।

এসব ডাকাতির ঘটনায় রহস্য উন্মোচনে মাঠে নামে পুলিশ। গত কয়েক দিনে গাজীপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির কাজে সহযোগী তিন নারীসহ নয় ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার পিতলের দুটি মূর্তিসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়।

তিনি আরও জানান, গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা নতুন কৌশলে জেলখানায় একে অপরের সঙ্গে পরিচিত হয়ে সংগঠিত হন। দুপুরে তাদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।