ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৪ মার্চ ২০২২
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় তানভীর আহম্মদ (২১) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১৪ মার্চ) সকালে ধামরাই-মাওনা সড়কের উপজেলার বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর উপজেলার হাবিবপুর এলাকার মিজানুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে মাওনা থেকে বাড়ি যাচ্ছিলেন তানভীর। পথে বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালভর্তি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তানভীর। স্থানীয়রা থেকে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

আমিনুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।