পঞ্চগড়ে জলসায় বিশ্বশান্তি ও সৌহার্দ্য কামনা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১৪ মার্চ ২০২২

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে পঞ্চগড় জেলার আহমদনগরে আহমদীয়া মুসলিম জামাতের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী ৯৭তম জলসা শান্তিপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ মার্চ) দুপুরে বিশ্বের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উদ্ধার ও শান্তি কামনার মধ্য দিয়ে জলসার সমাপ্তি ঘটে।

এর আগে গত শুক্রবার (১১ মার্চ) বিকেল ৩টায় জাতীয় পতাকা ও আহমদীয়া জামাতের সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে জলসার কার্যক্রম শুরু হয়। পরে মোনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। উদ্বোধনী ভাষণ দেন আহমদীয়া ন্যাশনাল আমির মওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী।

jagonews24

জলসায় আল্লাহতায়ালার মহান অস্তিত্ব এবং তার সান্নিধ্য লাভের উপায়, পবিত্র কুরআনের অতুলনীয় সৌন্দর্য ও মাহাত্ম্য এবং শ্রেষ্ঠত্ব, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য এবং আন্তর্জাতিক অঙ্গনে আহমদীয়া খেলাফতের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন।

জলসার শেষ অধিবেশনে আহমদীয়া মুসলিম জামাতের ন্যাশনাল আমির খেলাফতের ছত্রছায়ায় বাংলাদেশে আহমদীয়াতের ওপর আল্লাহতালার করুণা ও আশিসের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশে আহমদীয়া জামাতের অগ্রগতির বিভিন্ন বিভাগের বিগত এক বছরের রিপোর্ট তুলে ধরেন। শেষে তার দোয়ার মাধ্যমে জলসার কার্যক্রম সমাপ্ত হয়।

jagonews24

জলসা উপলক্ষে ৬৯ ভাষায় অনুবাদকৃত পবিত্র কুরআনের বিরল এক প্রদর্শনীরও আয়োজন করা হয়।

জলসায় স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।