নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪৫ ঘর ভস্মীভূত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৮:০২ পিএম, ১৪ মার্চ ২০২২
নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি পরিবারের ৪৫টি ঘর ভস্মীভূত হয়েছে

নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি পরিবারের ৪৫টি ঘর ভস্মীভূত হয়েছে।

সোমবার (১৪ মার্চ) বিকেলে বখশীপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় আবেদ আলীর রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গ্রামের ১৭টি পরিবারের ধান, চাল, আসবাবসহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব শফিকুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের এক হাজার টাকা করে দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উত্তরা ইপিজেড ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে উত্তরা ইপিজেড ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পুড়ে যাওয়া থেকে আরও ১০টি পরিবারের বসতঘর রক্ষা পেয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। 

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।