বেগমগঞ্জে পলিথিন কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৫ মার্চ ২০২২
পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নোয়াখালীর বেগমগঞ্জে পলিথিন উৎপাদনের দায়ে আবদুল্লাহ বাকি শামিম নামের একজনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে বিসিক শিল্প নগরীর মেসার্স বিসমিল্লাহ্ ফ্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং কারখানায় এ অভিযান চালানো হয়। পরে ওই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীতে অভিযান চালানো হয়। অভিযানকালে মেসার্স বিসমিল্লাহ ফ্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং নামের ওই প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন তৈরি করার প্রমাণ পাওয়া যায়। পরে পরিবেশ সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের পরিচালক আবদুল্লাহ বাকি শামীমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরকে অবগত করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।