মেলার ক্রেতা-বিক্রেতা সবাই শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৭ মার্চ ২০২২
টাঙ্গাইলে শিশুদের নিয়ে ব্যতিক্রমী মেলা

টাঙ্গাইলে ব্যতিক্রমী এক মেলার আয়োজন করা হয়েছে। মেলার ক্রেতা ও বিক্রেতা ছিল শিশুরাই। বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্যতিক্রমী এ শিশুমেলার আয়োজন করে টাঙ্গাইল পৌর শহরের হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ।

সরেজমিন গিয়ে দেখা যায়, মেলায় একাধিক স্টলে শিশুরা বিভিন্ন খাবার ও খেলনা সামগ্রী নিয়ে বসে আছে। মেলার স্টলে সাজানো খাবার সামগ্রী বিনামূল্যে অন্যান্য শিশুরা সংগ্রহ করছে। তাদের পরনে ছিল শাড়িসহ রং-বেরঙের পোশাক।

jagonews24

ব্যতিক্রমী এ মেলায় জিলাপি, আকড়ি, চিনি সাজ, কদমা, চিতই পিঠা, তেলের পিঠা, কুলি পিঠা, খাজা, পোড়াবাড়ির চমচম, মাটির খেলনা, হাঁড়ি-পাতিলসহ নানান সামগ্রীর পসরা নিয়ে বসে আনন্দে দোকানদারি করে শিশুরা।

মেলার পাশাপাশি শিশুদের বিনোদনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অভিভাবকসহ শিল্পী হিসেবে ছিল শিশুরা। তবে এ মেলায় অতিথি ছিল শিশুরাই।

jagonews24

তোরা, আরিয়া, মিথিলাসহ কয়েকজন শিশু অনুভূতি প্রকাশ করে জাগো নিউজকে বলে, ‘আমাদের স্কুলে মেলা হচ্ছে। মেলায় আমরা অনেক মজা করছি।’

অভিভাবক সামিমা সিথি বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যতিক্রমী এ আয়োজনে আমরা অভিভূত। দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের মন ভালো ছিল না। এমন আনন্দের প্রয়োজন ছিল। বিদ্যালয় খুলতেই এমন আয়োজন দেখে শিশুরা অনেক খুশি হয়েছে।’

jagonews24

এ বিষয়ে হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভী বলেন, ‘আমরা বরাবরই শিশুদের জন্য ব্যতিক্রম আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় এবার ব্যতিক্রমী মেলার এ আয়োজন করা হয়েছে।’

আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।