টাঙ্গাইল জেলা যুবদলের নেতৃত্বে রাশেদ-বাবু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৭ মার্চ ২০২২

খন্দকার রাশেদুল আলম রাশেদকে আহ্বায়ক ও কে এম তৌহিদুল ইসলাম বাবুকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের টাঙ্গাইল জেলা কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় যুবদল।

নবগঠিত জেলা যুবদলের সদস্য সচিব কে এম তৌহিদুল ইসলাম বাবু বৃহস্পতিবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১৬ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। নবগঠিত কমিটি ঘোষণা করেছেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টাঙ্গাইল জেলা শাখার অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালা, সৈয়দ হাবিবুল আলম শাতিল, এ কে এম আব্দুল্লাহ।

এর আগে ২০১৭ সালে আশরাফ পাহেলীকে আহ্বায়ক, খন্দকার রাশেদুল আলম রাশেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মাসুদ তালুকদারকে সদস্য সচিব করে টাঙ্গাইল জেলা যুবদলের কমিটি গঠন হয়েছিল।

আরিফ উর রহমান টগর/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।