নোয়াখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৭ মার্চ ২০২২
ফাইল ছবি

নোয়াখালীর সূবর্ণচরে পানিতে পড়ে মো. আবরার (৪) নামের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মো. আবরার পূর্ব চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছমিরহাট বাজার সংলগ্ন মো. করিমের ছেলে।

স্বজনরা জানান, বিকেলে খেলার সময় শিশুটি সবার অগোচরে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজির সময় পুকুরে ভাসতে দেখেন। পরে তাকে সূবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রোমন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।