সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০১:৩০ এএম, ১৯ মার্চ ২০২২
লঞ্চটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় একটি বালু বোঝাই বাল্কহেড ডুবে গেছে। শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় নলছিটির মল্লিকপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এদিকে লঞ্চের সামনের নিচে ফাটল ধরায় যাত্রীসহ লঞ্চটি তীরে নিরাপদে নোঙ্গর করা হয়েছে।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খালেকুজ্জামান জানান, নদীতে লঞ্চ ও বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে ডুবে যায় বাল্কহেডটি। তবে এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি। বাল্কহেডে যারা ছিলেন তারা সাঁতরে তীরে উঠে গেছেন।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, লঞ্চটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে এমভি পূবালী নামের আরেকটি লঞ্চ আসার পর যাত্রীরা তাতে করে গন্তব্যে রওনা দেন।

বাল্কহেডের কর্তৃপক্ষ যদি কোনো অভিযোগ দেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

আতিকুর রহমান/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।