গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১৯ মার্চ ২০২২

গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২২-২০২৪ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৯ মার্চ) গাজীপুরের নীলেরপাড়া এলাকায় সবুজ ছায়া রিসোর্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হয়েছেন দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক মো. আলমগীর হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন জাগো নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম।

কমিটির অপর সদস্যরা হলেন সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলাম আজহার, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন বাবুল, কোষাধ্যক্ষ মো. মিলটন খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল গাফফার।

এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন- শরীফ আহমেদ শামীম, শাহ সামসুল হক রিপন, মো. মুজিবুর রহমান, মো. খায়রুল ইসলাম, মো. জানে এ আলম, মো. লাবীব উদ্দিন ও সুশীল চন্দ্র পাল।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।