স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর আত্মহত্যা
নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। তার নাম নুরজাহান বেগম (৩৬)।
শনিবার (১৯ মার্চ) সকালে হীরাপুর গ্রামের জহির উদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত নুরজাহান বেগম উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হীরাপুর গ্রামের জহির উদ্দিন হাজী বাড়ির কামাল উদ্দিনের স্ত্রী।
স্বজনরা জানায়, কামালের সঙ্গে বেশ কয়েক বছর আগে পারিবারিকভাবে নুরজাহানের বিয়ে হয়। কিছুদিন আগে কামাল প্রথম স্ত্রীর অগোচরে আরেকটি বিয়ে করেন। এতে তাদের পারিবারিক কলহ দেখা দেয়। এর জের ধরে নুরজাহান শনিবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বিষপানে আত্মহত্যা করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, স্বামী দ্বিতীয় বিয়ে করায় পরিবারের সদস্যদের অজান্তে তিনি বিষপানে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এএএইচ