ছাত্রলীগ হলো একটি এলিট ফোর্স: নানক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৬:০২ এএম, ২০ মার্চ ২০২২

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। ছাত্রলীগকে সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের আর মাত্র পৌনে দুই বছর বাকি আছে। সময়ের প্রয়োজনে ছাত্রলীগ সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রলীগ হলো একটি এলিট ফোর্স। আগামী নির্বাচনেও ছাত্রলীগ সঠিক সিদ্ধান্ত নেবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে সপ্তাহব্যাপী চলা কর্মসূচির তৃতীয় দিনে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নানক এসব কথা বলেন।

jagonews24

শনিবার (১৯ মার্চ) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের ১নং গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগকে সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধু সম্পর্কে আরও শিখতে, জানতে ও বুঝতে হবে। নিজেদের জীবনে বঙ্গবন্ধুর জীবনকে অনুসরণ করতে হবে। ছাত্রলীগকে হতে হবে শেখ হাসিনার নির্ভরতার ক্যান্টমেন্ট। তাই ছাত্রলীগকে সুশৃঙ্খল হতে হবে, সুসংগঠিত হতে হবে। তবেই শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে।’

তিনি বলেন, ‘বিডিআর বিদ্রোহ ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র হয়েছে। শেখ হাসিনার চৌকস নেতৃত্বে তা ব্যর্থ হয়েছে। হেফাজতের শাপলা চত্ত্বরের আন্দোলনও রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করেছি। বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত গুরু দায়িত্বগ্রহণ করেছেন শেখ হাসিনা। সেই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাকে ১৯ বার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, হত্যার চেষ্টা করা হয়েছে।’

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম , সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এতে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেন।

মেহেদী হাসান/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।