চিরকুটের সূত্র ধরে পরিবারে ফিরে গেলো আলম
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়ইকান্দি গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন কিশোর আলম (১৬)। শুক্রবার (১৮ মার্চ) রাত ১১টায় নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বালুপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিল। এসময় বদলগাছী থানার টহলরত উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে তার পকেটে থাকা চিরকুটের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
খবর পেয়ে স্বজনরা আসলে শনিবার (১৯ মার্চ) রাত ৯টায় আলমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে ওই রাতেই তাদের জয়পুরহাট জেলার আক্কেলপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে তুলে দেওয়া হয়।
বদলগাছী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বালুপাড়া এলাকায় আলম ঘোরাঘুরি করছিল। পরে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এএসআই মিজান ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পাননি। এমনকী তার আচরণ ও কথায় অসঙ্গতি মনে হচ্ছিল। একপর্যায়ে তার পকেটে থাকা একটি চিরকুটে (কাগজ) লেখা ঠিকানার সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
ছেলেকে ফিরে পাওয়ায় থানা পুলিশকে ধন্যবাদ জানান আলমের বাবা জামাল উদ্দিন। তিনি বলেন, গত ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) আলম ঢাকার জুরাইনের রি-রোলিং কারখানার সামনে থেকে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে হতাশ হয়েছিলাম। প্রায় বছরখানেক আগেও সে হারিয়ে গিয়েছিল। পরে পুলিশের সহযোগিতায় ফিরে পাই। ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে কিছু বলতে পারি না।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম বলেন, আলমের কথাবার্তা অসংলগ্ন মনে হচ্ছিল। নিজের পরিচয় ঠিকমতো বলতে পারে না। তাকে মানসিক প্রতিবন্ধী মনে হচ্ছিল। পরে তার পকেটে থাকা কাগজে লেখা ঠিকানার সূত্র ধরে খোঁজাখুঁজি করে শনিবার রাত ৯টায় তার বাবা জামাল উদ্দিনের কাছ হস্তান্তর করা হয়।
আব্বাস আলী/এমআরআর/জিকেএস