পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২০ মার্চ ২০২২
ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে পড়ে মো. রোমানা আক্তার নামের দেড় বছরের এক শিশু মারা গেছে।

রোববার (২০ মার্চ) দুপুরে চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু রোমানা আক্তার ৫ নম্বর চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাংখার বাজার এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মেয়ে।

স্বজনরা জানান, দুপুরে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় অসাবধানতাবশত দিঘিতে পড়ে যায় শিশু রোমানা। দীর্ঘক্ষণ তাকে না দেখতে পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে দিঘিতে ভেসে থাকতে দেখা যায় শিশুটিকে। পরে তাকে স্থানীয় পাংখার বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।