স্কুলছাত্রী ধর্ষণ-হত্যার মূল আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ২০ মার্চ ২০২২
র‌্যাবের হাতে আটক হাসান শেখ

মাগুরার শ্রীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় মূল আসামি হাসান শেখকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২০ মার্চ) দুপুরে র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। হাসান শেখ একই গ্রামের ফজলু শেখের ছেলে।

তিনি বলেন, গত বৃহস্পতিবার বিকেলে ওই স্কুলছাত্রী রসুন ক্ষেত দেখতে গেলে মুখ চেপে ধরে পাশের বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে হাসান শেখ। ধর্ষণের বিষয়টি প্রকাশ করে দিতে চাওয়ায় তাকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করে পাশের গর্তে গাছের পাতা দিয়ে ঢেকে রাখে। পরদিন সকালে গ্রামবাসীরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে শনিবার ওই স্কুলছাত্রীর বাবা একটি মামলা করেন।

jagonews24

মামলার পর ওই দিন রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বারইপাড়া থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি প্রকৃত অপরাধের কথা স্বীকার করেছেন। পরে তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে স্কুলছাত্রী ধর্ষণ শেষে হত্যার প্রতিবাদে মনববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে তার সহপাঠী, শিক্ষকসহ গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।