ডোবার পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২১ মার্চ ২০২২
ফাইল ছবি

নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি মাছ শিকার ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভেবড়া গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম তার ডোবার মাছ আবদুস সালাম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। রোববার দুপুরে আবদুস সালাম আলমগীর হোসেনসহ কয়েকজনকে নিয়ে পানি সেচের জন্য ডোবায় বিদ্যুৎচালিত মোটর স্থাপন করেন। পানি সেচের একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে মোটরে দেওয়া বিদ্যুৎসংযোগ থেকে ডোবার পানি বিদ্যুতায়িত হয়। বিষয়টি না বুঝেই আলমগীর হোসেন ডোবার পানিতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আব্বাস আলী/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।