এটিএম কার্ড জালিয়াতি করে কৃষকের টাকা হাতিয়ে নিলেন স্বামী-স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২২ মার্চ ২০২২
ডিবি পুলিশের হাতে গ্রেফতার বদরুল ইসলাম তাসিন

ফরিদপুরের সদরপুর উপজেলার রঞ্জন মোল্লার ডাঙ্গী এলাকার গরীব কৃষক কালাম ব্যাপারী (৫৬)। যিনি মাথার ঘাম পায়ে ফেলে ইসলামী ব্যাংকে টাকা জমা রেখেছিলেন। তবে তিনি জানতেন না এটিএম কার্ডের প্রয়োজনীয়তা। তাই চেক বই দিয়েই তার প্রয়োজন মেটাতেন। এটিএম কার্ড দিতে চাইলেও নেননি। তার এই সরলতাকে পুঁজি করেন ওই ব্যাংকের সাবেক কর্মচারী বদরুল ইসলাম তাসিন (৩৫)। জালিয়াতি করে এটিএম কার্ড কৃষকের ১ লাখ ৫৫ হাজার টাকা তুলে নেন তিনি।

এ ঘটনায় মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে অভিযুক্ত বদরুল ইসলাম তাসিন ও তার স্ত্রী মাহি আক্তার উর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ (অপরাধ ও তদন্ত) সুপার জামাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কৃষক কালামের এটিএম কার্ড ডেলিভারি দেওয়ার নাম করে নিজের কাছে রেখে দেন বদরুল। কালামের এটিএম কার্ডটি অ্যাকটিভ করার পর স্ত্রী উর্মিকে নিয়ে ফরিদপুর পৌর শহরে অবস্থিত ইসলামী ব্যাংকের দুটি বুথ থেকে ১ লাখ ৫৫ হাজার টাকা উত্তোলন করেন বদরুল। ব্যাংকে গিয়ে উত্তোলনের সময় অ্যাকাউন্টে টাকা নেই দেখে হতবাক হয়ে যান কালাম। বিষয়টি ফরিদপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানান তিনি। ডিবি পুলিশ অভিযান চালিয়ে বদরুল ও তার স্ত্রী উর্মিকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করে। এ সময় অপরাধের সব আলামতসহ নগদ ১ লাখ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ফরিদপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, ওই দম্পতির বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এন কে বি নয়ন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।