মোংলায় সুপেয় পানির দাবিতে মানববন্ধন
মোংলায় সুপেয় পানির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২২ মার্চ) বন্দর পুকুর পাড়ে কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, চারদিকে পানি থৈ-থৈ করলেও সুপেয় পানির সংকটে দিশেহারা উপকূলবাসী। জলবায়ু বিপর্যয়ের ফলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় মিষ্টি পানির আধারের সংকট দেখা দিয়েছে। ভূগর্ভস্থ পানিতেও লবণাক্ততার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। অতিমাত্রায় লবণাক্ততা এখন উপকূলের প্রধান দুর্যোগ। যা মোকাবেলায় প্রান্তিক মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।

মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বাদাবন সংঘের অজিফা খাতুন, সার্ভিস বাংলাদেশের মোস্তাফিজুর রহমান মিলন, বাদাবন সংঘের শাহরুখ গালিব রাব্বি, মো. আহসান, নারীনেত্রী পারভীন বেগম, রীনা ও তারা বেগম বক্তব্য রাখেন।
আরএইচ/এমএস