মোংলায় সুপেয় পানির দাবিতে মানববন্ধন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২২ মার্চ ২০২২
মানববন্ধনে অংশ নিচ্ছেন স্থানীয়রা

মোংলায় সুপেয় পানির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২২ মার্চ) বন্দর পুকুর পাড়ে কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, চারদিকে পানি থৈ-থৈ করলেও সুপেয় পানির সংকটে দিশেহারা উপকূলবাসী। জলবায়ু বিপর্যয়ের ফলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় মিষ্টি পানির আধারের সংকট দেখা দিয়েছে। ভূগর্ভস্থ পানিতেও লবণাক্ততার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। অতিমাত্রায় লবণাক্ততা এখন উপকূলের প্রধান দুর্যোগ। যা মোকাবেলায় প্রান্তিক মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।

pani2

মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বাদাবন সংঘের অজিফা খাতুন, সার্ভিস বাংলাদেশের মোস্তাফিজুর রহমান মিলন, বাদাবন সংঘের শাহরুখ গালিব রাব্বি, মো. আহসান, নারীনেত্রী পারভীন বেগম, রীনা ও তারা বেগম বক্তব্য রাখেন।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।