দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে: আইজিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২২ মার্চ ২০২২
বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ

দেশের ভেতর ও বাইরের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ।

মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় যশোর পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বেনজির আহমেদ বলেন, দেশের অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিতে হবে। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্রকে দুই পায়ে মাড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, অনেক কারণে পুলিশের সঙ্গে খেলাধুলার সম্পর্ক রয়েছে। শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা আছে। জাতীয় পর্যায়ের খেলাধুলায় বাংলাদেশ পুলিশের পজিশন রয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও আমারা প্রতিনিধিত্ব করি। বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ আরও সুদৃঢ় করার জন্য চেষ্টা করছি। প্রত্যেক ইউনিটেই খেলাধুলার চর্চা বাড়াতে হবে।

পুলিশের মহাপরিদর্শক, গত ৫০ বছরে বাংলাদেশ এগিয়ে গেছে। আত্মমর্যাদা, আত্মবিশ্বাস নিয়ে নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে। আভ্যন্তরীণ কোন্দল কিংবা দুর্বলতার সুযোগ যেন ষড়যন্ত্রকারীরা না পায়, তার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী জীশান মির্জা ও বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ড. খন্দকার মহিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

মিলন রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।