সেতুমন্ত্রীর পক্ষে ৫০০০ গাছের চারা বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২২ মার্চ ২০২২
নোয়াখালীতে সেতুমন্ত্রীর পক্ষে ৫০০০ গাছের চারা বিতরণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ বনবিভাগের উদ্যোগে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে গাছের চারাগুলো বিতরণ করা হয়।

jagonews24

এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল।

তিনি বলেন, ‘গাছ মানুষের প্রকৃত বন্ধু। গাছ রোপণ ও এর যত্ন নিতে হবে। সেতুমন্ত্রীর নিজ এলাকায় তার পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়ায় বনবিভাগকে ধন্যবাদ জানাই।’

jagonews24

এসময় কোম্পানীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আলম চৌধুরী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাহ মো. কামাল পারভেজ, পরিসংখ্যান কর্মকর্তা অজিত কুমার রায়, সহকারী মাধ্যমিক কর্মকর্তা মো. দিদার হোসেন, ফরেস্টার মো. গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।