স্কুলে শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:২৬ এএম, ২৩ মার্চ ২০২২

মানিকগঞ্জের শিবালয়ে স্কুলের ভেতরে পিকআপ ভ্যানচাপায় শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) রাতে নিহত শিক্ষিকা ফাতেমা নাসরিনের স্বামী আওলাদ হোসেন বাদী হয়ে শিবালয় থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলের চেয়ারম্যান শহিদুর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠান এনইডির কর্মকর্তা মফিজুল ইসলাম ও ট্রাকচালক জুয়েলসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে বাদী আওলাদ হোসেন বলেন, সড়ক উন্নয়ন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্কুলের আঙিনায় ট্রাক পার্কিংয়ের জন্য বাড়তি অর্থের লোভে ভাড়া দেন প্রতিষ্ঠান প্রধান। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অব্যবস্থাপনা ও অনভিজ্ঞ চালক দিয়ে গাড়ি চালানোর কারণেই এ ঘটনা ঘটেছে। তাদের কারণেই অকালে দুটি প্রাণ ঝরলো। তাই আসামিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান আওলাদ হোসেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, স্কুল প্রাঙ্গণে ছাত্র-শিক্ষক নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আসামি গ্রেফতারে তাদের তৎপরতা অব্যাহত আছে।

এর আগে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করে মানিকগঞ্জ জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) শুক্লা সরকারকে এই কমিটির প্রধান করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান ও জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২১ মার্চ) সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের ভেতরে ঠিকাদারি প্রতিষ্ঠানের পিকআপ ভ্যানচাপায় শিক্ষক ফাতেমা নাসরিন ও প্রথম শ্রেণির শিক্ষার্থী জারিন তাসনিম নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরও ৫ জন। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের মূল ফটকে ঝুলছে তালা।

বি.এম খোরশেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।