বড় ভাইয়ের ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেলো ছোট ভাইয়ের
ফাইল ছবি
নাটোরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে নজরুল ইসলাম নবু (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
বুধবার (২৩ মার্চ) সকালে শহরতলীর কালিকাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার বাদল মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিনগত রাতে বড় ভাই আনোয়ার হোসেনের ইঁদুর মারার ফাঁদ দেখতে যান নজরুল ইসলাম নবু। সকালে আনোয়ার হোসেন প্রতিবেশীদের ডেকে জানান তার ভাই বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এসময় তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টে পুড়ে যাওয়ার চিহ্ন দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস