টিএনটির তার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:২০ পিএম, ২৩ মার্চ ২০২২
অ্যাম্বুলেন্সে মরদেহের পাশে স্বজনরা

যশোরের অভয়নগরে বৈদ্যুতিক খুঁটিতে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের (টিএনটি) তার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ গাজী (৩৩) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার নওয়াপাড়া নূরবাগ রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সোহাগ গাজী উপজেলার ধোপাদী গ্রামের মৃত আব্দুর রহমান গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে নূরবাগ রেলক্রসিং সংলগ্ন পল্লী বিদ্যুতের খুঁটিতে টিএনটির এক কর্মকর্তাসহ দুই কর্মচারী ও এক ভ্যানচালক তার টানাতে আসেন। এ সময় ভ্যানচালককে বিদ্যুতের খুঁটিতে তার টানানোর জন্য ওঠানো হয়। তার টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালক মাটিতে পড়ে যান। টিএনটির সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ গাজী নামে এক রোগীকে ভর্তি করা হয়। পরে
তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের পরিবার জানায়, বিকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যায়।

jagonews24

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জাগো নিউজকে বলে, বিদ্যুৎস্পৃষ্টে এক ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি
খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বুধবার বিকেলে নওয়াপাড়া ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জে গিয়ে দেখা যায়, প্রধান গেট ও অফিস তালাবদ্ধ অবস্থায় রয়েছে। গেটের সামনে এলাকাবাসী বিক্ষোভ করছেন।
এ সময় নিহতের ভাই মিলন হোসেন বলেন, ‘আমার ভাই একজন ভ্যানচালক ছিলেন। নওয়াপাড়া ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের কর্মকর্তা ও কর্মচারীরা আমার ভাইকে কাজে নিয়ে যায়। বৈদ্যুতিক খুঁটিতে উঠিয়ে হত্যা করে। আমি ওই কর্মকর্তাসহ কর্মচারীদের বিচার দাবি জানাচ্ছি।’

এ নওয়াপাড়া ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের জুনিয়র প্রকৌশলী শামসুল আলম জাগো নিউজকে বলেন, ভ্যানচালক সোহাগ গাজী মাঝে মধ্যে আমাদের তার টানানোর কাজ করতেন। আজও তার টানানোর কাজে গিয়েছিলেন। তবে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। তার পরিবারের খবর নিয়েছি। তার পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

মিলন রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।