বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৫ মার্চ ২০২২
শুক্রবার দুপুর পর্যন্ত বিদ্যালয়ে উড়তে দেখা গেছে জাতীয় পতাকা

শুক্রবার সরকারি ছুটির দিন। স্বাভাবিকভাবে দাফতরিক কার্যক্রমও বন্ধ। অথচ বন্ধের দিনেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৪৫ নম্বর বেতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার (২৪ মার্চ) স্কুল শুরু হওয়ার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হলেও সেটি আর নামানো হয়নি। স্কুল ছুটি হলে শিক্ষকরা চলে যান। এরপর বৃহস্পতিবার সারারাত ও পরদিন শুক্রবার (২৫ মার্চ) দুপুর ১টা পর্যন্ত জাতীয় পতাকাটি উড়তে দেখেন এলাকাবাসী

Forid-(2).jpg

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুর রহমান জাগো নিউজকে বলেন, ‘আমার ঊর্ধ্বতন অফিসার গোলাম মোস্তফা স্যার আমাকে পতাকা টানাতে বলেছেন। তাই আমি পতাকা টানিয়ে রেখেছি।’

জানতে চাইলে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা মিয়া জাগো নিউজকে বলেন, ‘আমার নির্দেশনা দেওয়ার বিষয়টি সঠিক নয়। বন্ধের দিনে আমি তাকে পতাকা টানিয়ে রাখার কোনো নির্দেশনা দেইনি। এমন কোনো নির্দেশনাও নেই। যদি তারা (বিদ্যালয়ের শিক্ষকরা) এমনটি করে থাকেন তাহলে এটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে এটা তাদের ভুল ও অবহেলা বলা যেতে পারে।’

Forid-(2).jpg

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আইরিন খানম জাগো নিউজকে বলেন, ‘আজ ২৫ মার্চ। আজকের দিনে স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের সরকারি কোনো নির্দেশনা আমরা পাইনি। কাউকে পতাকা টানাতেও বলা হয়নি। হতে পারে তাদের এটা বোঝার ভুল এবং অবহেলা।’

এ প্রসঙ্গে নগরকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন জাগো নিউজকে বলেন, ‘আজ জাতীয় পতাকা উত্তোলনের কোনো সরকারি নির্দেশনা আমাদের জানা নেই।’

এন কে বি নয়ন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।