নাটোরে গম ক্ষেত থেকে ফুটফুটে নবজাতক উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২৫ মার্চ ২০২২
নাটোরের একটি গম ক্ষেত থেকে জীবিত নবজাতক উদ্ধার

নাটোরের লালপুর উপজেলার একটি গম ক্ষেত থেকে ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকালে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার ওই গম ক্ষেতে প্রিন্টের শাড়ি দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে ছিল নবজাতকটি। স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার (২৫ মার্চ) সকাল ৬টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া এলাকার বাবুল হোসেন রাধাকান্তপুর এলাকার হাকিমপীরের আস্তানার পূর্বপাশের একটি গম ক্ষেতে যান। এসময় তিনি ওই ক্ষেতের মধ্যে প্রিন্টের শাড়ি দিয়ে মোড়ানো এক নবজাতককে জীবিত অবস্থায় দেখতে পান। সেখান থেকে তিনি নবজাতককে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে বাড়ির লোকজন ওই নবজাতককে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিসাধীন।

লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. খোরশেদ আলম রানা বলেন, সকাল ৯টার দিকে দুড়দুড়িয়া এলাকার একটি গম ক্ষেতে পাওয়া নবজাতককে হাসপাতালে আনে স্থানীয়রা। আমরা নবজাতককে পরীক্ষা করেছি, সে এখন সুস্থ ও সুন্দর আছে। তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে রাখা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।