পঞ্চগড়ের একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা রোকেয়াকে সংবর্ধনা
পঞ্চগড়ের একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগমকে সংবর্ধনা দিয়েছে মকবুলার রহমান সরকারি কলেজ।
স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) দুপুরে কলেজ চত্বরের বটতলা মঞ্চে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নাজমুল হুদা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান রিয়াজুল ইসলাম, সহযোগী অধ্যাপক এহতেশামুল হকসহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান বলেন, স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগমের অসামান্য অবদানের কথা আমরা জানি। তিনি সেই সময়ে একজন স্বাস্থ্য সেবিকা (নার্স) হিসেবে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিয়েছেন। যুদ্ধপরবর্তী সময়েও তিনি তার সেই সেবা কর্যক্রম অব্যাহত রেখেছিলেন। সমাজ উন্নয়নে অসামান্য অবদানের কারণে এবার জাতীয় পর্যায়েও সেরা জয়িতা পুরস্কার পেয়েছেন। তাকে সংবর্ধনা দিতে পেরে আমরা কলেজ কর্তৃপক্ষ গর্ববোধ করছি।
সফিকুল আলম/এসজে/এএসএম