রেললাইন পার হওয়ার সময় কাটা পড়লেন বৃদ্ধ
ফাইল ছবি
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে নজির শেখ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ওই বৃদ্ধ রেললাইন পার হচ্ছিলেন। এসময় রাজবাড়ী থেকে আসা একটি ট্রেনে তিনি কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।
নিহত নাদির শেখ জেলা শহরের গৃহলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, সন্ধ্যায় রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন।
এন কে বি নয়ন/এফএ/এমএস