দুদিন পর হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৭ মার্চ ২০২২
ফাইল ছবি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে শনিবার মহান স্বাধীনতা দিবস ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে দুদিন বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। তবে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাগো নিউজকে তিনি বলেন, গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ ছিল। এছাড়াও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল।

এদিকে বন্দরের ওয়্যার হাউস সুপার রেজাউল হকের অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয়। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়। দুপুর ১২টার পর ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাক দেশে প্রবেশ করার মধ্যে দিয়ে দু-দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

মাহাবুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।