১৪ দিন পর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৭ মার্চ ২০২২
ফাইল ছবি

টানা ১৪ দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে পাথর উত্তোলন শুরু হয়েছে।

রোববার (২৭ মার্চ) সকাল থেকে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) পুরোদমে পাথর উত্তোলন শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান। তিনি বলেন, রোববার সকাল থেকে মধ্যপাড়া খনি থেকে পুনরায় আবারও পাথর উত্তোলন শুরু হয়েছে।

খনি সূত্রে জানা গেছে, খনি থেকে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে খনির উৎপাদন ইতিহাসে নয়া রেকর্ড গড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি। কিন্তু পাথর উৎপাদন ও উন্নয়ন কাজে প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্যের (অ্যামোনিয়াম নাইট্রেট) অভাবে গত ১২ মার্চ সকাল থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয় খনির ঠিকাদারি প্রতিষ্ঠান।

এরপর শনিবার (২৬ মার্চ) খনি কর্তৃপক্ষ (এমজিএমসিএল) বিস্ফোরক দ্রব্য সরবরাহ করে। আজ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি আবারও খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন শুরু করে।

এমদাদুল হক মিলন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।