হালের দুই গরু হারিয়ে পাগলপ্রায় মজনু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:১৮ এএম, ২৮ মার্চ ২০২২

কৃষক মজনুর বাড়িজুড়ে এখন শুধুই কান্না। গোয়ালের দুইটি গরু হারিয়ে তিনি পাগলপ্রায়। গরু দুইটি ছিল তার সম্পদ ও শেষ সম্বল।

ঝিনাইদহের মধুপুর গ্রামের হাবিবর জোয়ার্দ্দারের ছেলে কৃষক মজনু রোববার সকালে মাঠে জমি চাষ করতে যান। জমির ওপর ছিল একটি বৈদ্যুতিক খুঁটি। খুঁটির কাছে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু দুইটি প্রাণ হারায়। তিনিও সামান্য আহত হন। দুইটি চাষের গরুর মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা বলে তিনি জানান।

ওই গ্রামের রুহুল আমিন নান্টু নামে এক কৃষক অভিযোগ করেন, ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) চরম অবহেলার কারণে ৫ মাস আগে আজিজ সেখ নামে আরো এক কৃষকের ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি গাভী মারা যায়। সেসময় ঝিনাইদহ বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হলেও এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাননি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারো দুইটি গরু মারা গেলো।

এলাকাবাসী জানায়, পোড়াহাটী ইউনিয়নের মধুপুর এলাকার লাইন ৫০ বছরের পুরনো। লাইনের কোথাও ইট ঝুলছে, আবার কোথায় বাঁশের চটা বাঁধা আছে। খুঁটিতে কোনো আর্থিং না থাকার কারণে প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসীর ধারণা।

গ্রামবাসী আরো জানায়, সামান্য বাতাস হলেই তারে তার লেগে আগুন ধরে যায়। এমন দৃশ্য প্রতিদিন তাদের দেখতে হয়।

এদিকে এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।

তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণে এমটি ঘটতে পারে বলে তার ধারণা।

তবে ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী তাদের অবহেলার দায় অস্বীকার করে বলেন, এমন ঘটনা যদি ঘটে তাহলে আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত। এজন্য আমাদের কোনো কর্মী বা বিভাগ দায়ী নয়।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।