মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে আম সম্মেলনের উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২৮ মার্চ ২০২২
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী আম সম্মেলন। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সম্মেলনের উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে- সম্মেলনটি চাষি, আম ব্যবসায়ী, বিক্রেতা, আম রপ্তানিকারকদের মিলন মেলায় পরিণত হবে। এতে আম চাষ, সমস্যা ও সম্ভাবনা, নতুন নতুন উদ্যোগ, আম রপ্তানি নিয়ে আলোচনা করা হবে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, এই সম্মেলনে মোট ৭৫টি স্টল অংশ নেবে।

সোহান মাহমুদ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।