নোয়াখালীতে দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:০০ পিএম, ২৮ মার্চ ২০২২
প্রতীকী ছবি

নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় মো. নাছির উদ্দিন মাহমুদ নামের এক ব্যাংক কর্মকর্তাকে পৃথক ধারায় ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুরে নোয়াখালীর স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন মাহমুদ লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দত্তপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি যমুনা ব্যাংকের লক্ষ্মীপুরের রায়পুর শাখার সিনিয়র অফিসার ছিলেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, আসামি মো. নাছির উদ্দিন মাহমুদকে একটি ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা এবং অন্য একটি ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, নাছির উদ্দিন মাহমুদ ব্যাংকে থাকাকালীন সাসপেন্স অ্যাকাউন্ট থেকে ২১ লাখ আট হাজার ৮০০ টাকা আত্মসাৎ করেন। পরে ২০১৫ সালের ৩ মার্চ তৎকালীন শাখা ব্যবস্থাপক শাহ নেওয়াজ তার বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেন। মামলাটি দুদকের সিডিউলভুক্ত অপরাধ হওয়ায় দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান শিকদার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।