হিলি স্থলবন্দরে আধা বেলা আমদানি-রপ্তানি বন্ধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ১০:০৭ এএম, ২৯ মার্চ ২০২২

দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রেন্টুর মৃত্যুতে মঙ্গলবার (২৯ মার্চ) সকাল থেকেই দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

সোমবার ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আজিজুল হক রেন্টু। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।

প্রতাব মল্লিক বলেন, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রেন্টু গত তিন দিন আগে ব্রেনস্ট্রোক করে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জানিয়ে স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো আধা বেলা আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এতে করে মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানিসহ বন্দরের পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। দুপুরের পর আবারো আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে বলে জানান তিনি।

মাহাবুর রহমান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।