বাংলাবান্ধায় ভারতীয় জাল নোটসহ ট্রাকচালক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৯ মার্চ ২০২২
বাংলাবান্ধায় জাল রুপিসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতীয় জাল নোটসহ (রুপি) ছানোয়ার হোসেন (২৯) নামে এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। সোমবার (২৮ মার্চ) বিকেলে স্থলবন্দরের একটি ওষুধের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হলে বাংলাবান্ধা বিজিবির নায়েব সুবেদার মো. শাহজাহান বাদী হয়ে ওই রাতেই তেঁতুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৯ মার্চ) সকালে আদালতের মাধ্যমে ছানোয়ারকে কারাগারে পাঠানো হয়। তিনি ভারতের আসামের ঝগড়াপাড়া ধুবরি এলাকার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে পাথর নিয়ে প্রবেশ করেন ট্রাকচালক ছানোয়ার। গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় জাল রুপির বিষয়টি জানতে পেরে গোয়েন্দা সংস্থার সদস্যরা অভিযান চালান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩০০ টাকার জাল নোটের কথা স্বীকার করেন ছানোয়ার। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে ৩৯টি ১০০ টাকার ভারতীয় রুপির জাল নোট পাওয়া যায়। এসময় তার কাছ থেকে ভারতীয় বৈধ রুপির তিনটি ৫০০, একটি ২০০, একটি ২০ ও ১০ রুপির দুইটি নোটসহ এক হাজার ৭৪০ রুপি এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে ট্রাকটি স্থলবন্দরে হেফাজতে রাখা হয়।

তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহেরুল ইসলাম বলেন, সোমবার রাতে ভারতীয় ওই চালকের বিরুদ্ধে জাল রুপি রাখা ও বিতরণ করার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বাংলাবান্ধা বিওপির নায়েব সুবেদার মো. শাহজাহান বাদী হয়ে এই মামলা করেন। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সফিকুল আলম/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।