শিবচরে ২২ ব্যারেল চোরাই ডিজেলসহ একজন আটক
মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ১নং পুরান ফেরিঘাট এলাকা থেকে ২২ ব্যারেল চোরাই ডিজেলসহ জালাল মোড়ল নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ মার্চ) রাত দেড়টার সময় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পুরান ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করার সময় তাকে আটক করা হয়।
আটক জালাল মোড়ল মাদবরচর ইউনিয়নের উত্তর বাখরের কান্দি গ্রামের আব্দুল হালিম মোড়লের ছেলে।
জানা যায়, পদ্মা বহুমুখি সেতু প্রকল্পের নদী শাসন কাজের জন্য পদ্মা নদীতে অসংখ্য ড্রেজার, বাল্কডেহসহ বিভিন্ন নৌযান চলাচল করছে। সেসকল নৌযান থেকে দীর্ঘদিন ধরে জালাল শেখ চোরাই ডিজেল ও মবিল কিনে বেশি মূল্যে বাজারে বিক্রি করে আসছেন।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদবরচর ইউনিয়নের পুরান ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০ ব্যারেল ডিজেল ও ২ ব্যারেল মবিলসহ জালাল শেখ নামের একজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
নাসিরুল হক/এফএ/জেআইএম