৯ মাস ভাতা পান না সিরাজগঞ্জের কমিউনিটি ক্লিনিক ভলান্টিয়াররা
সিরাজগঞ্জ জেলায় ৩৬২টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে সদর উপজেলা ব্যতীত ৩১৬টি কমিউনিটি ক্লিনিকে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) রয়েছেন ২ হাজার ১৮৭ জন। স্বাস্থ্য সেবার কাজে নিয়োজিত এসব ভলান্টিয়াররা গত নয় মাস ধরে সম্মানী ভাতা পান না। এতে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
এমএইচভি অ্যাসোসিয়েশন উল্লাপাড়া শাখার সভাপতি সানোয়ার হোসেন বলেন, আমার উপজেলার ৫৬টি কমিউনিটি ক্লিনিকে ৪৫৬ জন ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন। কিন্তু দুঃখের বিষয় হলো- ২০২১ সালের জুন মাসে সর্বশেষ ভাতা পেলেও ২০২২ সালের মার্চ পর্যন্ত আমরা ভাতা পাইনি। এতগুলো মানুষ ভাতা না পাওয়ায় হতাশায় দিন পার করছেন। কর্তৃপক্ষ এ বিষয়ে যদি নজর না দেয় তাহলে ভলান্টিয়ারদের অবস্থা দিনদিন আরও খারাপ হবে।
তাড়াশ উপজেলার এমএইচভি অ্যাসোসিয়েশনের সভাপতি হাদিউল হৃদয় বলেন, একজন ভলান্টিয়ার সারামাস কাজ করেন কিছু ভাতার আশায়। তিনি যদি তার ভাতার টাকা সময়মতো না পান তাহলে নিজে কী করে চলবেন আর পরিবারকেই বা কীভাবে চালাবেন। মাসের পর মাস ভাতা না পেয়ে আমার উপজেলার ভলান্টিয়াররা অধৈর্য হয়ে গেছেন। সবার মধ্যে এখন হতাশা আর উৎকণ্ঠা কাজ করছে। এভাবে আর না জানি আমাদের কতদিন কাটাতে হবে।
জেলার বেলকুচি উপজেলার দায়িত্বরত ভলান্টিয়ার জয়ন্ত সাহা বলেন, মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিত থেকেও গত নয় মাস ধরে আমরা কোনো ভাতা পাচ্ছি না। আমাদের খুব দুঃসময়ের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। বাসা থেকে ক্লিনিকে যে যাবো সে টাকাও পকেটে থাকে না। এভাবে আর কতদিন পার করতে হবে তাও জানি না।
এ বিষয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোফাখখায়রুল ইসলাম বলেন, আমাদের উপজেলায় ২৮১ জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন। তাদের ভাতা কার্যক্রম বন্ধ আছে। এ বিষয়টি নিয়ে আমি ব্যক্তিগতভাবে ভাতা কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে ৮/৯ বার যোগাযোগ করেছি। তারা আমাকে বলেছেন, হয়তো এপ্রিল মাস নাগাদ ভাতা পেয়ে যাবেন।
জেলা সিভিল সার্জন রাম পদ পাল জাগো নিজকে বলেন, সিরাজগঞ্জে কর্মরত মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের ভাতার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বলেছেন, খুব দ্রুত ভলান্টিয়াররা ভাতা পাবেন।
এমআরআর/এমএস