মাদারীপুরে অনুমোদন না থাকায় ৯ ইটভাটাকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ৩০ মার্চ ২০২২
গুঁড়িয়ে দেওয়া হয় ইটভাটাটি

অনুমোদন না থাকায় মাদারীপুরে ৯টি ইটভাটা মালিকের ১৩ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন তারা।

বুধবার (৩০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয় ও ফরিদপুর আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক অফিসের উপ-পরিচালক এএইচএম রাশেদ জাগো নিউজকে বলেন, ঘনবসতি এলাকার মধ্যে ইটভাটা নির্মাণ করে কাঠ পোড়ানো হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফারজানা সৌরভ ব্রিকসের কোনো অনুমোদন না থাকায় গুঁড়িয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় থ্রি স্টার ব্রিকস, নাবিল ব্রিকস, সুপার গোল্ড ব্রিকস, অগ্রণী ব্রিকস, কেএমএম ব্রিকসসহ ৯টি ইটভাটার মালিককে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়। নিয়ম না মানলে পরবর্তীতে এ অভিযান আবারো চালানো হবে সতর্ক করা হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।