চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো আম সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে অনুষ্ঠিত দুদিনব্যাপী আম সম্মেলন শেষ হয়েছে।
বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম।
আম সম্মেলনে আম চাষ, সমস্যা ও সম্ভাবনা, নতুন নতুন উদ্যোগ, আম রপ্তানি নিয়ে আলোচনা হয়। এতে চাষি, আম ব্যবসায়ী, বিক্রেতা ও আম রপ্তানিকারকরা অংশ নেন। সম্মেলনে আম ও বিভিন্ন জাতের আচারসহ ৭৫টি স্টল অংশ নেয়।
এর আগে মঙ্গলবার দুদিনের আম সম্মেলনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সোহান মাহমুদ/এসজে/এএসএম