‘হিন্দি বলে’ ধরা ভারতের রাজেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১২:০৪ পিএম, ৩১ মার্চ ২০২২
আটক রাজেশ

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় লক্ষ্মীপুরের রায়পুরে রাজেশ (৫৪) নামের ভারতীয় এক নাগরিককে আটক করেছে পুলিশ। স্থানীয়দের প্রশ্নের জবাবে হিন্দিতে কথা বলায় ধরা পড়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) মধ্যরাতে রায়পুরের বামনী ইউনিয়নের সাগরদী গ্রামে রাজেশ ঘোরাফেরা করছিল। এ সময় স্থানীয়দের কাছে তাকে সন্দেহ হয়। পরে পরিচয় জানতে চাওয়া হলে, তিনি বাংলা ভাষা বুঝতে পারছিলেন না। তিনি (রাজেশ) হিন্দি ভাষায় কথা বলেন। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল গিয়ে রাজেশকে আটক করে থানায় নিয়ে যায়।

রাজেশের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি ভারতের পাঞ্জাবের বাসিন্দা। পরিবার নিয়ে দিল্লিতে থাকতেন। চারদিন আগে যশোর সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। ঘুরতে ঘুরতে তিনি রায়পুর চলে আসেন। তবে কী কারণে বাংলাদেশে প্রবেশ করেছেন বা রায়পুর এসেছেন, জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

ওসি শিপন বড়ুয়া বলেন, রাজেশ ভারতীয় নাগরিক। তাকে এখন থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাদের নির্দেশনা পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।