১২০ টাকায় পুলিশে চাকরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:২২ পিএম, ৩১ মার্চ ২০২২
মাত্র ১২০ টাকা খরচে পুলিশে চাকরি পেয়েছেন ফরিদপুরের ৫৩ জন

ফরিদপুরে মাত্র ১২০ টাকা খরচে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন ৫৩ জন। এদের মধ্যে ৪৫ জন পুরুষ ও আটজন নারী রয়েছেন। মেডিকেল পরীক্ষা শেষে তাদের ট্রেনিংয়ে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সূত্র জানায়, গত ৯ মার্চ প্রথম শারীরিক পরীক্ষা শেষে ৩৯৯ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। পরে ২০ মার্চ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখান থেকে উত্তীর্ণ হন ৫৩ জন। অপেক্ষমাণ রয়েছেন আরাও ১৬ জন।

১২০ টাকায় পুলিশে চাকরি

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলীমুজ্জামান বলেন, শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্যদিয়ে মেধা ও যােগ্যতাভিত্তিক এ নিয়ােগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরােধে নিয়ােগ পরীক্ষার আগে থেকে শেষ পর্যন্ত আমরা সতর্ক ছিলাম।

১২০ টাকায় পুলিশে চাকরি

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশে নিয়োগ পেতে ব্যাংক ড্রাফট বাবদ ১০০ টাকা ও অনলাইন চার্জ ২০ টাকাসহ মােট ১২০ টাকা খরচ হয়েছে প্রার্থীদের। এদের মধ্যে অনেকে অটােচালক, এতিম এবং কেউ দিনমজুরের কাজ করতেন।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।