নারীদের দলে আনতে পারলে আ’লীগের জয় সুনিশ্চিত: পলক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০১ এপ্রিল ২০২২
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই নারীদের আওয়ামী লীগে আনতে পারলে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে নাটোরের সিংড়া গেল-ই-আফরেজ সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সোনার বাংলার ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একাত্তরে পাক হানাদার বাহিনী নারীদের নির্যাতন করেছে আর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা নির্যাতিত নারীদের দেখভাল করেছেন। নারীদের অধিকার সমুন্নত করেছেন শেখ হাসিনা। চাকরিতে নারীদের কোটা বৃদ্ধি করেছে সরকার।’

jagonews24

বিগত বিএনপি-জামায়াতের দুঃশাসনে নারীরা নির্যাতনের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, সরকার নারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা দিয়েছে। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বিগত প্রতিটা নির্বাচনে নারীরা নৌকার পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছেন। আগামীতেও নৌকা প্রতীককে বিজয়ী করতে নারীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সিংড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিমা হক রোজির সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন, জেলা মহিলা লীগের সভাপতি রত্না আহমেদ প্রমুখ।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।