গরুর মাংসের দাম ৮০ টাকা বেশি রাখায় জরিমানা ২ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ০২ এপ্রিল ২০২২
ফাইল ছবি

পঞ্চগড়ের বোদায় বেশি দামে গরুর মাংস বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলা সদরের বোদা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রমজান উপলক্ষে আলোচনার মাধ্যমে নিত্যপণ্যের বাজারদর নির্ধারণ করা হয়। কিন্তু শনিবার সকালে বোদা বাজারের মাংস ব্যবসায়ী মতি, শহিদুল, মানিক ও বাবুল গরুর মাংস নির্ধারিত মূল্য প্রতি কেজি ৬০০ টাকার জায়গায় ৬৮০ টাকা দরে বিক্রি করছিলেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. সোলেমান আলী বাজারে অভিযান পরিচালনা করেন। বেশি দামে মাংস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পবিত্র রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বোদা বাজারে প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা মুল্য নির্ধারণ করা হয়।

গরুর মাংসের দাম ৮০ টাকা বেশি রাখায় জরিমানা ২ হাজার

ইউএনও মো. সোলেমান আলী জাগো নিউজকে বলেন, আসন্ন রমজান উপলক্ষে ন্যায্য দামে মাংস বিক্রির জন্য সব ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। রমজান মাসে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে অভিযান অব্যাহত থাকবে।

সফিকুল আলম/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।